ঢাকা, ০৯ মে শুক্রবার, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
good-food
৩১৯

যেভাবে পরের রাউন্ডে যেতে পারে আর্জেন্টিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৪ ২৬ নভেম্বর ২০২২  

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। শনিবার (২৬ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে নামার আগে কিছুটা হলেও চাপে গোটা শিবির। লিওনেল মেসিরা পরের রাউন্ডে যেতে পারবেন কিনা, এই আলোচনা চলছে সর্বত্র। কী হলে কী হতে পারে, এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের আলোচনা শুরু হয়ে গেছে। মেসিদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হলো।

 

সবচেয়ে সহজ পথ হলো পরের দুটি ম্যাচে জেতা। অর্থাত্‍ শনিবার মেক্সিকো এবং বুধবার পোল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনার প্রি-কোয়ার্টারে যাওয়ার পথ একটু হলেও সহজ হবে। পর পর দু'টি ম্যাচ জিতলে মেসিদের ৬ পয়েন্ট হবে। গ্রুপে প্রথম না হলেও দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে যেতে পারে তারা।

 

# মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় আর্জেন্টিনা যদি ৬ পয়েন্ট পায়, তাহলে তাদের পরের রাউন্ডে যেতে অসুবিধা হবে না। কারণ এই দুই দলের কেউই তখন আর্জেন্টিনাকে ছুঁতে পারবে না। সর্বোচ্চ ৫ পয়েন্ট হতে পারে মেক্সিকো বা পোল্যান্ডের।

 

সৌদি আরব যেন আর কোনও ম্যাচে না জেতে সেই প্রার্থনা করতে হবে আর্জেন্টিনাকে। তারা বাকি দুটি ম্যাচের একটিতে জিতলেও আর্জেন্টিনার কাছে কাজ কঠিন হয়ে যাবে। একটি ম্যাচ জিতলেই সৌদি আরবের পয়েন্ট হবে ৬। তখন আর্জেন্টিনাকে বাকি দুটি ম্যাচে জিততেই হবে। তবেই সৌদি আরবের পরে দ্বিতীয় দল হিসেবে তারা শেষ করতে পারবে।

 

আর্জেন্টিনা যদি পরের ম্যাচে ড্র করে, তাহলে পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতা ছাড়া কোনও বিকল্প খোলা থাকছে না। সেক্ষেত্রে ৪ পয়েন্ট হবে আর্জেন্টিনার। তখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। প্রসঙ্গত, গতবারও ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে গিয়েছিল আর্জেন্টিনা।

 

এরপরেই সবচেয়ে কঠিন অঙ্ক। যদি মেসিরা পরের ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যান, তাহলে কী হবে? সেক্ষেত্রে পোল্যান্ডকে বিরাট ব্যবধানে হারাতে হবে তো বটেই, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। যদি গ্রুপের দুটি বা তিনটি দলের সমান পয়েন্ট হয়, তাহলে গোলপার্থক্য দেখা হবে। তাই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বড় ব্যবধানে জেতা গুরুত্বপূর্ণ হবে। পরিসংখ্যান বলছে, ৩ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাওয়ার আশা খুবই কম। কিন্তু ফুটবলে কিছুই উড়িয়ে দেয়া যায় না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর